অক্টোবরে ফের আদালতে যেতে হবে পরীমণিকে

0
25

চিত্রনায়িকা পরীমণিকে আসছে ১০ অক্টোবর ফের হাজির হতে হবে বিচারিক আদালতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) পরবর্তী হাজিরার তারিখ ঠিক করেন।

এদিন বেলা ১১টার দিকে হাজিরা দেয়ার জন্য আদালতে উপস্থিত হন পরীমণি।

এর আগে মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর চলতি মাসের ১ তারিখ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল বিদেশি মদসহ এলএসডি ও আইস নামে মাদক।

পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরীর বিরুদ্ধে মামলা করে র‍্যাব। মামলাটিতে আদালত পরীমণিকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরবর্তীতে এই নায়িকাকে আরও দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।