অগ্নিদগ্ধ পরিবারের পাশে সিএমপি কমিশনারের মানবিক সাহায্য

0
8

আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় গত ০১ তারিখ গ্যাস লাইনের লিকেজ থেকে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম এর পক্ষ থেকে মানবিক সাহায্য ৫০,০০০/ টাকা ভিকটিমের পরিবারের কর্তা জামাল শেখ এর নিকট ৪ তারিখ অফিসার ইনচার্জ, আকবরশাহ থানা হস্তান্তর করেন।

উল্লেখ্য যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা জামাল শেখ অল্প বেতনের চাকরি করেন। এ দুর্ঘটনায় তার পরিবারের ৬ সদস্য অগ্নিদগ্ধ হয়। তন্মধ্যে স্ত্রী সাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার ৩ ছেলে ও ১ মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।