অধ্যক্ষ নুরুল হোসাইনের মৃত্যু সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ!

    0
    175

    জাহিদ হাসান
    বোয়ালখালী প্রতিনিধি ঃ-

    চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা নুরুল হোসাইনের মৃত্যু নিয়ে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব স উ ম সামাদের ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন। যা জনমনে আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক সূত্রে, উনার বড় ছেলে ইন্জিনিয়ার আরমান
    সি এন এন বাংলাদেশ’কে ফোনে জানান, আমার বাবার করোনা ছিল না ডায়াবেটিকস বেড়ে কিডনী ড্যামেজ হয়ে গত ২৮ মে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা স্বাভাবিক মৃত্যু! আমার বাবার মৃত্যু নিয়ে সর্বমহলে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি। স উ ম সামাদের ফেইসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এবিষয়ে ফোনে সংযোগ না পাওয়ায় স উ ম সামাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। এবিষয়ে, কধুরখীল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ওহীদুল আলম নক্সবন্দী বলেন,অধ্যক্ষ নুরুল হোসাইনের মৃত্যু স্বাভাবিক আমি পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে । তার মৃত্যু নিয়ে যারা গুজব ছড়িয়েছে। গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি। হুজুরের মৃত্যু নিয়ে গুজবটি শিক্ষক, শিক্ষার্থীকে হতাশ করেছে। মাদরাসার গর্ভনিং বড়ির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অধ্যক্ষ নুরুল হোসাইনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু এনিয়ে যারা মিথ্যাচার করেছে। তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।