অনৈতিক কাজে বাধ্য করায় ক্ষোভ থেকেই রাজধানীর কদমতলীতে মা-বাবা-বোনকে হত্যা করেন অভিযুক্ত মেহজাবিন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন তিনি। হত্যা মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, তারপর শ্বাসরোধ করে হত্যা। তাও নিজের বাবা-মা-বোনকে। খুন করে আবার নিজেই ট্রিপল নাইনে ফোন করে জানিয়েছেন পুলিশকে। কদমতলীর নৃশংস এই ঘটনায় অভিযুক্ত মেহজাবিন আছেন চার দিনের পুলিশি রিমান্ডে। মামলায় আসামি করা হয়েছে তার স্বামী শফিকুলকেও। অসুস্থ হয়ে যিনি চিকিৎসা নিচ্ছেন। তাকেও ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলে শনিবার দাবি করেন তিনি।
ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার জানান, অনৈতিক কাজে বাধ্য করায় ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করেন মেহজাবিন। তিনি বলেন, রিমান্ডে ঘটনার বিস্তারিত উঠে আসবে।
তিন মরদেহ পোস্টমর্টেমের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।