অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাংবাদিক সমাজ : প‍্যানেল মেয়র তারেক

0
32

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী পৌর সভার নব নির্বাচিত প‍্যানেল মেয়র মোঃ তারেকুল ইসলাম তারেক বলেছেন-যুগে যুগে সকল অন্যায় ও অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাংবাদিকরা। তাদের ক্ষুরধার লেখনি সমাজকে পরিশুদ্ধ করতে পারে। গত ৯ নভেম্বর রোজ মঙ্গলবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা সভায় উপরোক্ত বক্তব‍্য রাখেন তিনি। ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন বাংলা টিভির ব‍্যুরোচীফ লোকমান চৌধুরী, সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে আরো
বক্তব্য রাখেন- দলিল লেখক সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম মুন্সি, সাংবাদিক এমরান চৌধুরী, ইয়াছিন চৌধুরী মিন্টু, প্রভাস চক্রবর্ত্তী, এস, এম নাঈম উদ্দীন,সাইফউদ্দিন খালেদ , জাহিদ হাসান শাহ আলম বাবলু, ও খোরশেদ আলম প্রমুখ। সংবর্ধনার জবাবে এ সময় স্হানীয় সাংবাদিকদের জন‍্য স্হায়ী কার্যালয় নির্মাণে আপ্রাণ চেষ্টা চালাবেন বলে আশ্বস্হ করেন তারেক।