অপরাধী পুলিশ হলেও বিচার করা হবে: স্বারাষ্ট্রমন্ত্রী

0
12

পুলিশ বাহিনীর কোনো সদস্যের অপরাধ প্রমাণিত হলে তারও বিচার হবে বলে জানিয়েছে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শুক্রবার (১৩ আগস্ট) সকালে তেজগাঁওয়ে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী দেয়ার সময় এমন মন্তব্য করে তিনি।

এ স্বারাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, কেউই আইনের উর্ধ্বে নন। পরে ঢাকা উত্তর আওয়ামী লীগের আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে দু:স্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেয়া হয়। 

সেই সাথে করোনা পরিস্থিতিতে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।