মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন হালের এই আলোচিত চিত্রনায়িকা। তবে কাজে ফেরার দুই দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এই নায়িকা। পরীমনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
আজ রোববার বিকেলে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ফেসবুকে ছবিগুলোর লোকেশন জানিয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নাম। ছবিতে পরীর পরনে ছিল ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে চশমা। ছবির ক্যাপশনে আলোচিত এই চিত্রনায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’
এর আগে পরীমনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে। তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।