অ্যাপ প্রস্তুত না হলেও বুস্টার ডোজ কার্যক্রম চলবে: স্বাস্থ্যমন্ত্রী

0
13

অ্যাপ প্রস্তুত না হলেও বুস্টার ডোজ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে তৃতীয় ডোজ টিকার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেয়া হবে। 

পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারা দেশে একযোগে বুস্টার ডোজ দেয়া শুরু হবে।