অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা না নিতে বলল ব্রিটেন

0
37

ব্রিটেনে জনগণকে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেওয়ার দ্বিতীয় দিনেই সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। সতর্ক বার্তায় বলা হয়েছে, যাদের গুরুতর অ্যালার্জি রয়েছে তাদের ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করা উচিত হবে না।যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ ও স্কাই নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, মঙ্গলবার টিকা নেওয়ার পর দুই কর্মীর ‘অ্যানাফাইল্যাকটোয়েড রিঅ্যাকশন’ এর লক্ষণ দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাদের শরীরে অ্যালার্জি রয়েছে। এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে র‌্যাশ, শ্বাসকষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়।তবে, চিকিৎসা নেওয়ার পর তাদের অবস্থা এখন ভালো বলে প্রতিবেদনে জানানো হয়েছে।এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, সব টিকাকেন্দ্রে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার থেকে ফাইজারের ভ্যাকসিন নিতে আসা সবাইকে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে।তবে ফাইজার বিবৃতি দিয়ে বলেছে, ‘যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দু’জনের অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়েছে। কেন তা হয়েছে, তা জানতে এনএইচএস’র তদন্তে আমরা সব রকম সাহায্য করব। তবে আমরা ৪২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি করে পরীক্ষামূলক ডোজ দিয়েছিলাম। তাদের কারোরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি।’

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। ৮ ডিসেম্বর থেকে শুরু হয় টিকাদান। প্রথম ধাপে ভ্যাকসিন পাচ্ছেন কেয়ার হোম কর্মী, হাসপাতালের রোগী, এনএইচএস স্টাফ ও বয়স্করা। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় টিকা কর্মসূচির শুরুর দিনে কয়েক হাজার মানুষের সঙ্গে এনএইচএস-এর দুই কর্মীও ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেছিলেন।