আইফোন-১৩ এর উৎপাদন নিয়ে নতুন সংকটে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বব্যাপী ইলেকট্রনিক চিপ সংকটের কারণে আইফোন-১৩ এর উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্গ।
এ খবর ছড়িয়ে পরার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপলের শেয়ারের দর পতন হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চিপ সংকটের কারণে চলতি বছর আইফোন-১৩ এর উৎপাদন ১ কোটি কম হবে।
করোনার কারণে এক বছর নতুন কোনো ফোন বাজারে আনেনি অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বরে নতুন চমক দিয়ে বাজারে আসে আইফোন-১৩। ফোনটির নতুন চারটি ফিচার বাজারে আসার সঙ্গে সঙ্গেই কেনার হিড়িক পড়ে।
এ বছরের শেষ নাগাদ ৯ কোটি আইফোন-১৩ উৎপাদনের কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে চিপ সংকটের কারণে এখন এক কোটি কম উৎপাদন হবে।
আইফোন-১৩ তে দ্রুতগতির ‘এ ১৫ বায়োনিক’ চিপ ব্যবহার করা হয়েছে। আর এই চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত চিপ দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হলো অ্যাপলকে।
তবে এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল।