আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু

0
159

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন।

এর আগে আরশেদুল আলম বাচ্চু ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের জিএস ও মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।

আরশেদুল আলম বাচ্চু সিএনএন বাংলাদেশকে বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও সদস্য সচিব প্রকৌশলী মো. আব্দুস সবুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সর্বদা দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।