আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

0
53

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন থেকে হেলসিংকি হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে একটি গাছ লাগান তিনি।

পরে বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে সফরসঙ্গীসহ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে