আন্তর্জাতিক নিউজ এজেন্সি A24 এর সাথে যুক্ত হলো সিএনএন বাংলাদেশ

মিডলইস্ট ভিত্তিক এই সংবাদ সংস্থাটি বন্দরনগরী চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু উপলক্ষে গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

0
53

নিউজ ডেস্ক, চট্টগ্রাম :: আন্তর্জাতিক নিউজ এজেন্সি এ২৪ (A24) বাংলাদেশের জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনের পর এবার অনলাইন নিউজ পোর্টাল CNN Bangladesh (cenntv.com) এর অফিসায়াল অংশীদারি হলো।রোববার একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এ২৪ এর সাথে সম্পৃক্ত হলো সিএনএন বাংলাদেশ। এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সিএনএন বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরাফত আলী। এই সময় এ২৪ নিউজ এজেন্সির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেলস এন্ড মাকের্টিং রিপ্রেজেনটেটিভ এ এইচ আহম্মেদ বি সরকার।

মিডলইস্ট ভিত্তিক এই সংবাদ সংস্থাটি বন্দরনগরী চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু উপলক্ষে গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন সংস্থাটির বাংলাদেশ সেলস এন্ড মাকের্টিং রিপ্রেজেনটেটিভ এ এইচ আহম্মেদ বি সরকার। সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘মহানগর’ এর নির্বাহী সম্পাদক ও সিইও শাহনওয়াজ রিটন, পাঠক নিউজ এর সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সিএনএন বাংলাদেশ সম্পাদক চৌধুরী লোকমান, নাগরিক টিভির চট্টগ্রাম সংবাদ ইনচার্জ একে আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম জাভেদ, দৈনিক পূর্বকোণ অনলাইনের পক্ষে এহসানুল হক, সিভয়েস এর পক্ষে মিনহাজ মুহি, চট্টলা২৪ এর পক্ষে খান মোহাম্মদ আবদুল্লাহ, নিউজগাডেন২৪ এর সম্পাদক কামরুল হুদা, কমিউনিটি টিভির সম্পাদক সরওয়ার আমীন বাবু, বিনিউজের সম্পাদক হান্নান হায়দার, এসভিশনের সম্পাদক সাগর বড়ুয়া, সিএনএন বাংলাদেশ এর হেড অব নিউজ চৌধুরী এমরানসহ অন্যান্যরা।

জানা যায়, এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসাবে স্থানীয় টিভি চ্যানেল সংবাদপত্র এবং অনলাইন পোর্টালে সম্প্রচারকারীদের আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ প্রদানের জন্য A24:নিউজ এজেন্সি তাদের কার্যক্রম এবং উপস্থিতি বাংলাদেশে সম্প্রসারিত করেছে। ২০১৫ সালে চালু হওয়া নিরপেক্ষ অন্যদৃষ্টিপূর্ণ এবং সময়োপযোগী সংবাদ এবং ইভেন্ট রিপোর্ট এর জন্য a24 নিয়োজিত আছে ইয়েমেনে, ইরাক, সোমালিয়া, লিভিয়া, সিরিয়াসহ বিভিন্ন হটস্পট ওয়ারজোন এবং সংঘাতপূর্ণ এলাকায়।


বাংলাদেশ সেলস &মাকের্টিং রিপ্রেজেনটেটিভ এ এইচ আহম্মেদ বি সরকার বলেন, আমার বিশ্বাস A24 সংবাদ সংস্থার উপস্থিতি দেশের মিডিয়া অঙ্গনে অসাধারণ ভূমিকা রাখবে। আমরা মঙ্গোলিয়া, কেম্বোডিয়া, থ্যাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে আমাদের কভারেজ এবং অপারেশনের সুযোগ সম্প্রসারিত করে পেরে রোমাঞ্চিত। বাংলাদেশী মিডিয়া আউটলেটের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য এটি একটি
চ্যালেঞ্জিং পদক্ষেপ। আমরা আশা করি এই পদক্ষেপ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হবে।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করছেন সিএনএন বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রকাশ মোহাম্মদ শারাফাত আলী । পাশে এ২৪ নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি আহমেদ বি সরকার