আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একইসাথে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।
সন্ধ্যায় বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকাসহ ৮ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়া, করোনার দুই ডোজ টিকা দেয়া থাকলে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ওমান, মালদ্বীপ, আর্জেন্টিনা, ব্রাজিলসহ ১২টি দেশ থেকে আসতে পারবেন বাংলাদেশে।
আর যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে এলে, হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন।