রক্তের দাগ না শুকাতেই আবারো শক্তিশালী বিস্ফোরণে প্রাণ ঝরল আফগানিস্তানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বিস্ফোরকবাহী মোটরসাইকেল নিয়ে হামলা চালানো হয়।তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে বিবিসির খবরে এসেছে, শিশুরা পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ। এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। আশপাশে থাকা আরো ২০ জন আহত হন।আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে ফাইজারের পর মডার্নার টিকা অনুমোদনতালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দাবি করেন, ওই অঞ্চলে একটি অপরিশোধিত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। শিশুরা বিক্রেতার কাছে বোমাটি নেয়ার পথেই দুর্ঘটনা ঘটে বলে জানান এই মুখপাত্র।প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই বিস্ফোরণ ঘটে।এখন পর্যন্ত প্রকৃত কারণ বের করতে পারেনি নিরাপত্তা বাহিনী। চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাযাদা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হামলায় আফগানিস্তানে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার।