আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের ঘাঁটি না হয়: হুঁশিয়ারি মোদির

0
9

আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের ঘাঁটি না হয় তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১২ অক্টোবর) আয়োজিত জি-টোয়েন্টি সামিটে এ আহ্বান জানান তিনি। এসময় আফগান নাগরিকদের মানবিক সহায়তা দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান নরেন্দ্র মোদি। 

ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, ভারত-আফগানিস্তানের সম্পর্ক বহু পুরোনো। গত দুই দশকে ভারত আফগানিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আফগান নারী এবং তরুণদের জন্য ভারত এগিয়ে এসেছে।  

ভারতীয় প্রধানমন্ত্রী মৌলবাদ, সন্ত্রাস, মাদক-অস্ত্র পাচার বন্ধে জোর দিয়েছেন। এরজন্য যৌথ অভিযানের কথাও বলেছেন তিনি।

সামিটে আফগানিস্তানের জন্য ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন