‘আলেমদের নয়, সব এমপিদের সম্পদের হিসাব চাওয়া উচিত’

0
26

আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।তিনি বলেছেন, সম্প্রতি দেশে আলেম ওলামাদের সম্পদের হিসেবে চেয়ে দুদক নোটিশ দিয়েছে। এটা তাদের জন্য অবমাননাকর ও লজ্জাজনক। এর মাধ্যমে আলেমদের চরিত্র হনন করা হচ্ছে। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত।মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে হারুনুর রশিদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সংসদে উপস্থিত সাংসদেরা।ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেন, বিএনপির এমপি হারুনুর রশিদের বক্তব্য মহান জাতীয় সংসদের সকল সাংসদকে অপমানিত করেছে। আমাদেরকে হেয় করেছে। কোনো এমপি অবৈধ সম্পদ অর্জন করলে তার সম্পদের হিসেব চাইতে পারে দুদক। কিন্তু সামগ্রিকভাবে সব এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের চিঠির বিষয়টি- সবাইকে আঘাত।তিনি আরও বলেন, কোনো বুজুর্গ বা আলেমের বিরুদ্ধে সরকার মামলা করেনি। যারা সরকার ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত কেবল তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।তিনি বলেছেন, সম্প্রতি দেশে আলেম ওলামাদের সম্পদের হিসেবে চেয়ে দুদক নোটিশ দিয়েছে। এটা তাদের জন্য অবমাননাকর ও লজ্জাজনক। এর মাধ্যমে আলেমদের চরিত্র হনন করা হচ্ছে। আলেমদের সম্পদের পরিমাণ তলব করার আগে জাতীয় সংসদের ৩৫০ জন এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের নোটিশ জারি করা উচিত।মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে হারুনুর রশিদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সংসদে উপস্থিত সাংসদেরা।ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেন, বিএনপির এমপি হারুনুর রশিদের বক্তব্য মহান জাতীয় সংসদের সকল সাংসদকে অপমানিত করেছে। আমাদেরকে হেয় করেছে। কোনো এমপি অবৈধ সম্পদ অর্জন করলে তার সম্পদের হিসেব চাইতে পারে দুদক। কিন্তু সামগ্রিকভাবে সব এমপির সম্পদের হিসেবে চেয়ে দুদকের চিঠির বিষয়টি- সবাইকে আঘাত।তিনি আরও বলেন, কোনো বুজুর্গ বা আলেমের বিরুদ্ধে সরকার মামলা করেনি। যারা সরকার ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত কেবল তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।