আসছেন ভিআইপি, ফেরি ঘণ্টা পর ঘণ্টা বন্ধ দুর্ভোগের শেষ নেই

0
43


খোরশেদুল আলম :: সুইডেন থেকে এক ভিআইপি আসবেন তাই মঙ্গলবার (১৯ মার্চ) সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্ণফুলী নদীর কালুরঘাটে ফেরি চলাচল বন্ধ বলে জানিয়েছেন ফেরির ইজারাদার কর্তৃপক্ষ। তবে কেন বন্ধ থাকবে জানতে চাইলে ফেরির ইজারাদার মনছুর আলম পাপ্পী বলেন, বোয়ালখালী থানার ওসির সাথে কথা বলেন।

বোয়ালখালী থানার ওসির বললে তিনি বলেন, কোনো একজন ভিআইপি আসতেছেন। সুইডেনের রাণী না কে যেন আসবেন। কিছুক্ষণ থেকে তারপর চলে যাবে। 

তাই কিছুক্ষণের জন্য ফেরি বন্ধ থাকবে। কেন আসবেন বা কি কারণে জানতে চাইলে তিনি বলেন, সেটা আমি পুরোপুরি জানিনা। এদিকে ফেরি বন্ধ থাকার ঘোষণা শুনে যানবাহনে থাকা যাত্রী ও জনসাধারণ দুর্ভোগে পড়বে বলে মনে করছেন। 

স্থানীয়রা বলেন, এমনিতেই দুর্ভোগে পড়ে আছি প্রতিনিয়ত। আবার কয়েক ঘণ্টা ফেরি বন্ধ থাকার কথা শুনলাম। আমাদের দুর্ভোগের যেন শেষ নেই।