30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsআহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আহমেদ রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক নুরুল আলম আতিক। তিনি জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে এ অভিনেতার মরদেহ রাখা আছে।

- Advertisement -nagad

আহমেদ রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে শোক জানান তিনি।

এদিকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিল পরিচালিত ও আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সে উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। সেখানেই আসছিলেন আহমেদ রুবেল।

পেয়ারার সুবাস প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেছেন, ‘আহমেদ রুবেল ভাই গাড়িতে করে বসুন্ধরা আসছিলেন। গাড়িটির চালকের আসনে তিনি নিজেই ছিলেন। রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।’

শ্যামল শিশির আরও বলেন , ‘আতিক ভাই পার্কিং থেকে আমাকে ফোন করে দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে রুবেল ভাইকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »