ইউনাইটেডে অগ্নিকাণ্ড: যে গাফিলতি পেল ফায়ার সার্ভিস

0
170

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ‘করোনা ইউনিটে’ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতিকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে ফায়ার সার্ভিসের গঠন করা তদন্ত কমিটি। বুধবার রিপোর্টটি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানা গেছে। তদন্ত কমিটি সাত কর্মদিবস শেষে প্রতিবেদন দিল। এতে বলা হয়, ওই করোনা ইউনিটে অগ্নিনির্বাপণের সরঞ্জাম ছিল না। ত্রুটিপূর্ণ জেনেও পুরানো এসি বসানো হয় করোনা ইউনিটে।রিপোর্টে আরও বলা হয়, অবকাঠামো পারটেক্স দিয়ে তৈরি ছিল, যা অতিমাত্রায় দাহ্য। ফলে আগুন লাগার পর একজন রোগীও বের হতে পারেননি। আগুন লাগার কারণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতাকে তদন্তে অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন প্রস্তুত করা হয়।একইসঙ্গে প্রতিকারের সুপারিশও করা হয়েছে। গত ২৭ মে রাতে গুলশান ২ নম্বরের নম্বরের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে ৫ জন রোগী মারা যান।