ইতালিতে বিমান বিধ্বস্তে নিহত ৮

0
11

ইতালিতে একটি ছোট প্রাইভেট বিমান উড্ডয়নের সময় বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। খবর আনাদুলু এজেন্সির। রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

ইতালির নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুল এজেন্সি জানায়, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। 

বিমানটি ইতালির মিলান শহরের সান ডোনাটো এলাকায় একটি দুই তলা ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। 

দমকলকর্মীদের বরাত দিয়ে ইতালির সংবাদ সংস্থা লাপ্রেস বলছে, পাইলট এবং আরোহীসহ আটজন যাত্রী নিহত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে দুইজন পাইলট এবং ছয়জন যাত্রীর মধ্যে একজন শিশু ছিল। বিমানটির যাত্রী ছাড়া অন্য কেউ নিহত হয়নি বলে জানা গেছে।