মানুষ মানুষের জন্য। আত্ম মানবতা সেবায় বিপন্ন মানবতার পাশে
দুপুর ১.০০ ঘটিকায় “ইন্দিরা-বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান” চট্টগ্রাম জেলার উদ্দ্যেগে উদ্দেক্তা, ফাউন্ডেশনের আহ্বায়ক সুরজিত দত্ত সৈকত এর সভাপতিত্ত্বে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান নগরীর লালদিঘীর মাঠ হইতে আমানত শাহ মাজার, আন্দরকিল্লা, মিসকিন শাহ মাজার, মুরাদপুর, ২ নং গেইট, দেব পাহাড়, বন্দর শাহ মাজার, গরীবুল্লাহ শাহ মাজার সহ বিভিন্ন পয়েন্টে চাউল ৫ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ২ কেজি, সয়াবিন তেল ১.৫ লিটার, মসুর ডাল ১ কেজি, লবন ১ কেজি বিতরন করা হয় এবং নেতৃবৃন্দরা বলেন “কোভিট-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য ৩ ফুট দূরত্ব থাকুন, মাস্ক ব্যবহার করুন, নো মাস্ক নো খাদ্য সামগ্রী উপহার, ২০ মিনিট পর পর হাত পরিস্কার রাখুন, নিজে সুরক্ষা থাকুন, দেশ ও জাতিকে বাঁচান।এতে সার্বিক সহযোগীতা করেন বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র দত্ত ফাউন্ডেশন, উদ্দ্যেক্তা- সুরজিত দত্ত সৈকত, মহানগর আওয়ামীলীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, ডঃ পূর্নেন্দু বিশ্বাস, মহানগর আওয়ামীলীগের সদস্য, নোটারী ইলিয়াছ, এম.এ হান্নান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান, এডিশনাল পিপি এডভোকেট চন্দন বিশ্বাস
সিইউ এর সহকারী প্রক্টর লিজা মরিয়ম, আওয়ামীলীগ নেতা প্রদীপ দত্ত কনক, আমুস মহানগরের সাধারন সম্পাদক আশেক রসুল খান বাবুল, সাবেক ছাত্রনেতা চন্দনময় নন্দী টিটু এডভোকেট জোবাইদা সরওয়ার নিপা, সুজিত রক্ষিত বিটিভি সংবাদ পাঠক আফরোজা দিনা, ইঞ্জিনিয়ার মৌমিতা শ্যামা ও প্রমুখ।