ইমপালস স্নোভেরী ওয়েল ফেয়ার সোসাইটির কমিটি গঠন

হাসান আকবর সভাপতি, শরাফত আলী রিচার্ডকে সাধারণ সম্পাদক

0
37

‘দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। ইতিবাচক কাজে সামাজিক সংগঠনকে ভূমিকা রাখতে হবে।’

শনিবার ( ১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম খুলশিস্থ সামাজিক সংগঠন ‘ইমপালস স্নোভেরী ওয়েল ফেয়ার সোসাইটি’র অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন উপস্থিত বক্তারা।

সমাজ সেবক আবু তাহের প্রকাশ হিটাসি তাহেরের সভাপতিত্বে প্রাক্তন সভাপতি কাওসার হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসান আকবরকে সভাপতি এবং শরাফত আলী রিচার্ডকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি প্রকেৌশলী আবু তাহের, সহ সম্পাদক আবদুল হাদিস রাসেল, অর্থ সম্পাদক রিফাত খান, কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল্লাহ, মো. ইব্রাহীম।

সিএনএন/বিএন/সিটিজি