ইলেকট্রিক রিকশা, ভেনসহ সবধরনের যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স।

0
5

রেজিস্ট্রেশনবিহীন ইলেকট্রিক রিকশা, ভ্যানসহ সব মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকা কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মোটরযানে উপযুক্ত ব্রেক, লাইট, ইন্ডিকেটর ব্যবহার কেন নিশ্চিত করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, রেজিস্ট্রেশন বিহীন মটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন ব্যারিস্টার নাজমুল হাসান রকিব এবং ব্যারিস্টার ইন্তেখাব উল আলম।

রিটে বলা হয়, সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ২(৪২) ধারায় মোটরযানের যে সংজ্ঞা দেওয়া আছে তা অনুযায়ী সড়ক মহাসড়কে যন্ত্রচালিত সব যানবাহন এর অর্ন্তভুক্ত, এক্ষেত্রে তেল, সিএনজি, এলপিজি কিংবা বিদ্যুৎ চালিত সব যানবাহন মোটরযান হিসেবে গন্য হবে।