ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান

0
27

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফ্রান্সের একটি সিভিল সোসাইটি। গাজায় ইসরায়েলি মানবাধিকার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছেন তারা।-খবর আনাদুলুরঅধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মমতা ও গাজায় সামরিক হামলার জোরাল নিন্দা জানিয়েছে দ্য কমিটি ফর জাস্টিস অ্যান্ড লিবার্টিজ (সিজেএল)।সংস্থাটি বলছে, রমজানের শেষ দিনগুলোতে ইসরায়েলি দখলদার বাহিনী বারবার আল-আকসা মসজিদে হানা দিয়েছে। সেখানে তারা নামাজরত মুসল্লিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। এতে নারী-শিশুসহ শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন।ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান হত্যাকাণ্ডের নিন্দা জানাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে সিজেএল। গত কয়েক দশকে ইসরায়েলি অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানায় সংস্থাটি।গত ছয়দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৯টি শিশু ও ২২ নারী রয়েছেন।