খোরশেদুল আলম,সিএনএন ;;বোয়ালখালীতে ইস্টার্ণ ব্যাংক লিঃ কধুরখীল আউটলেট শাখার উদ্যোগে আবাদি জমি বৃদ্ধির লক্ষ্যে সহজ শর্তে ঝণ বিতরণ উপলক্ষে কৃষক ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![](https://www.cenntv.com/wp-content/uploads/2023/06/IMG_2189-1024x627.jpeg)
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ইস্টার্ন ব্যাংক আউটলেট কধুরখীল শাখার কার্যালয়ে ব্যাংকের স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ আলম ববি’ র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ণ ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং শরফুদ্দিন মোজাফফর আলী নিউটন, হেড অব এজেন্ট ব্যাংকিং ম্যানেজমেন্ট মো: মশিউল হক, চট্টগ্রাম জোন সিনিয়র ম্যানেজার, হোসেন মারুফ ইমতিয়াজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা টিভি সিনিয়র রিপোর্টার চৌধুরী এমরান,ম্যানেজার সাঈদুর রহমান মাসুম, আসাদ রহমান, ইব্রাহিম খলিল, এরশাদ হোসেন, কাজি খসরু, বোয়ালখালী সংবাদের সম্পাদক- সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, শাহ আলম বাবলু, জাহিদ হাসান, আরমান, কাজি এনাম, সুরাজ, আব্দুল মান্নান মনা ও খোরশেদ আলম প্রমূখ।
![](https://www.cenntv.com/wp-content/uploads/2023/06/00268ae8-1b6c-49c3-a7cf-ba553931eeae-1024x771.jpeg)