ই-অরেঞ্জ গ্রাহকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩

0
11

পণ্য সরবরাহ অথবা টাকা ফেরত পেতে ই-অরেঞ্জের মূলহোতা সোহেল রানাকে দেশে আনার দাবিতে মিছিল করেছেন গ্রাহকেরা। তা বন্ধ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। একইসঙ্গে তিনজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট-মৎস্য ভবন সড়কে মিছিলটি হচ্ছিল। এ সময় লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এদিন সপ্তাহের শেষ কার্যদিবস। স্বাভাবিকভাবেই সড়কে যানবাহনের চাপ বেশি। এর মধ্যে তারা মিছিল করছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’ 

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেত হন গ্রাহকেরা। এক পর্যায়ে সেখান থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে যাচ্ছিল তারা। ওই সময় লাঠিচার্জ করে পুলিশ তাদের সরিয়ে দেয়। কয়েকজনকে আটক করে। এতে দু-একজন আহতও হন। সবার দাবি ছিল ই-অরেঞ্জ মালিক পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনা। অন্যথায় পণ্য সরবরাহ করা।