উদ্দেশ্যমূলকভাবে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করা হচ্ছে না: ফখরুল

    0
    161

    উদ্দেশ্যমূলকভাবেই গণস্বাস্থ্য কেন্দ্রের কিট ওষুধ প্রশাসন পরীক্ষা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।বিএনপি মহাসচিব বলেন, দেশে করোনা ভাইরাসে সংক্রমণের হার দ্রুত বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ জনগণের সাথে সাথে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন।

    মির্জা ফখরুল আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছি যে, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট যখন বিএসএমএমইউ হাসপাতালে ট্রায়ালে পরীক্ষা হচ্ছিল সেই সময়ে হঠাৎ করেই সরকারের ওষুধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের সেই করোনা পরীক্ষার ট্রায়াল স্থগিত করে দিয়েছে।এতে এটাই প্রতীয়মান হয় যে, ওষুধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই এই কিট পরীক্ষা করতে আগ্রহী নয়। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার সমাধান হোক।