এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব চালু হবে: মন্ত্রী

0
14

এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

এর আগে বিমানবন্দরেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। 

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিমানবন্দরের কার পার্কিংয়ের ছাদে ল্যাব স্থাপনের কাজ চলবে। সম্প্রতি অনেক দেশ করোনা পরীক্ষা করে উড়োজাহাজে উঠার শর্ত আরোপ করেছে। বিমানবন্দরে এমন সুবিধা না থাকায় অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন। আরটি-পিসিআর ল্যাব স্থাপন হলে, অল্প সময়ের মাধ্যমেই করোনা পরীক্ষার ফল পাওয়া সম্ভব হবে।