এক সপ্তাহের মধ্যে ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল

0
10

বহুল আলোচিত-সমালোচিত যে আইন এক সপ্তাহের মধ্যে সেই সাইবার নিরাপত্তা আইন বাতিলের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৪নভেম্বর) বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস কক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সাথে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এই আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও বাতিল হবে।

তিনি বলেন, শুধু এই আইন নয় মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন সকল আইন পর্যালোচনা করা হচ্ছে।

“ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এর মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার গত ষোলো বছর দেশে অনেক অনিয়ম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠন করার কাজ শুরু করেছে,” বলেন মি. ইসলাম।

সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।