ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা এখন আইসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখন আইসিইউতে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তা ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন ‘এ্ই্টা একদিনের হিসাব না যে বলে দিলাম। দেখা যায় একদিন ভালো হয় তার পরদিন খারাপ হয়ে যায়। এক সপ্তাহ না গেলে কোনো কিছু বলা যাচ্ছে না। এখন আইসিইউতে আছেন। আমরা এখন জানি না কি অপেক্ষা করছে সামনে। আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দেন। তিনি সবার মাঝে আবার ফিরে আসতে পারেন।’
সোহেল রানা গত ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির আগে জ্বর ও কাশি ছিল। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এদেশে মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা এগারোজন প্রযোজনা করে প্রশংসিত হন তিনি। ১৯৭৩ সালে রুপালি পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এরপর অনেক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান এই নায়ক। সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।