এপ্রিলে রোজা ও মে-তে ঈদ, জানালো আরব ইউনিয়ন

0
18

আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের দাবি- এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হবে বলে আশা করা হচ্ছে। আর তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী বছরের এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেছন তিনি।