ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

0
16

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব আন্তর্জাতিক প্রতিবেদক :
ওমরাহ পালন শেষে কর্মস্থল ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া (৩০)নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

নিহত মো. লিটন মিয়া (৩০) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চাঁন মিয়া সরকারের একমাত্র পুত্র।

তথ্যে জানা যায় যে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।জীবিকার সন্ধানে ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবে দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন।

এ বছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা নিহত হয়।পরিবারটির একমাত্র উপার্জনকারী ছিলেন লিটন। তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পরিবারের সদস্যজুড়ে চলছে শোকের মাতম ।

নিহত লিটন মিয়ার মরদেহ একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।