‘ওমিক্রন’ ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হচ্ছে

0
22

করোনাভাইরাসের নতুন ‘উদ্বেগজনক’ ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার বাংলাদেশে ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলনে যোগ দেবার জন্য শনিবারই ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা বলেন।

যাওয়ার আগে তার দপ্তর থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তা থেকে একথা জানা গেছে।শুক্রবারই করোনাভাইরাসের নতুন ‘সবচেয়ে খারাপ ও উদ্বেগ সৃষ্টিকারী ধরণ’টির কথা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার নাম দেয়া হয় ওমিক্রন।

ভ্যারিয়েন্টটির বিপুল সংখ্যক মিউটেশন রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি উদ্বেগের বলে উল্লেখ করা হয়েছে। গত ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্যমন্ত্রী মি. মালেক অডিওবার্তায় বলেন, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এই ভ্যারিয়েন্টটি অত্যন্ত আগ্রাসী, সে কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে।