কক্সবাজারে হোটেল-মোটেল খুলছে আজ থেকে

0
37

আজ বৃহস্পতিবার (২৪ জুন) থেকে খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের হোটেল ও গেস্ট হাউজগুলো। তবে শুধুমাত্র জরুরি প্রয়োজনে আসা লোকজনকেই কক্ষ ভাড়া দেওয়া যাবে, ভ্রমণের জন্য আসা ব্যক্তিদের নয়। যাওয়া যাবে না সমুদ্রসৈকতেও।

প্রশাসন বলছে, শর্ত সাপেক্ষে জরুরি প্রয়োজনে যাতায়াত করা লোকজনের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বন্ধ থাকছে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো। প্রশাসনের এমন সিদ্ধান্তে পুরোপুরি সন্তষ্ট নয় হোটেল মালিকরা। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সব পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবি তাদের।  

হোটেল মালিক, ব্যবসায়ী সংগঠন ও কর্মজীবী সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল সোমবার বিকেলে বৈঠক করে জেলা করোনা প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়।

করোনা সংক্রমণ রোধে গত ১ এপ্রিল থেকে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে পর্যটকসহ লোকসমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। প্রায় তিন মাস আগে বিধিনিষেধের আওতায় আসে কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলো।