কক্সবাজার-টেকনাফ সড়কে মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার সকালে রামুর খুনিয়াপালংয়ের ভাঙ্গাব্রিজ এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু থানার ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। যেখানে বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকীদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে ।
তাং : ০৭ এপ্রিল ২০২৩ইং