সুপার টুয়েলভে জয়হীন, স্কটল্যান্ডের কাছে হার, সব থেকে বেশি ছয় হারের লজ্জা। আরব আমিরাতে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের অর্জন এটাই। যার প্রভাবে দলে বড় পরিবর্তনের ঢেউ লেগেছে। তবে এতকিছুর পরেও বাংলাদেশ দল নিয়ে হতাশ হওয়ার কিছু দেখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে।’
এসময় প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ক্রিকেট খেলছেন কখনো? মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি, সেজন্য জানেন না। কখন যে ব্যাটে-বলে ঠিকভাবে লাগবে, আর ছক্কা হবে- এটা সবসময় সব অঙ্কে মেলে না। এটাও বাস্তব কথা।’
তবে মাহমুদউল্লাহ্ রিয়াদদের বাড়তি অনুশীলনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী, ‘যা আমরা আশা করেছি তা হয়নি। তবে আমি কখনো আমার ছেলেদের নিয়ে হতাশ হই না। তাদেরকে আমি বলি আরও ভালো খেলো। আরও মনোযোগী হও, আরও অনুশীলন করো।’
হতাশ না হয়ে ইতিবাচক দিকে মনোযোগের পরামর্শ শেখ হাসিনার। তিনি বলেন, ‘করোনার কারণে অনুশীলন করতে পারেনি। আর তারপরেও যে বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে এটাই তো সবথেকে বড় কথা।কখনো ক্রিকেট খেলেছেন? সাংবাদিকের প্রতি প্রধানমন্ত্রীর প্রশ্ন