আজ রোববার (২৫ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিন। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীত বেড়েছে কর্মমুখী মানুষের চাপ।
আর্থিক প্রতিষ্ঠানসহ জরুরি সেবা চালু থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মকর্তা ও কর্মচারীরা। রিকশা অথবা পায়ে হেঁটেই যাচ্ছেন অফিসে।
তবে সাধারণের মানুষের মধ্যে লকডাউন ও স্বাস্থ্যবিধির মানার প্রবণতা আগের চেয়ে কিছুটা বেড়েছে।
রাজধানীর বিভিন্ন সড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। প্রতিটি মোড়েই রয়েছে চেকপোস্ট। রাস্তায় বের হওয়া প্রত্যেককেই জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে মামলা দিচ্ছে পুলিশ।