নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ ::কানাডা ভিত্তিক সংগঠন ‘কমনওয়েলথ জার্নালিষ্টস এসোসিয়েশন (CJA)। বিশ্বখ্যাত এই সাংবাদিক সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য করা হয়েছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর চিফ রিপোর্টার, খ্যাতিমান সাংবাদিক এবং কলামিস্ট হাসান আকবরকে।
সম্প্রতি সিজেএ বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ( ইনচার্জ) প্রথিতযশা সাংবাদিক ওসমান গণি মনসুর সাক্ষরিত এক পত্রে এই সদস্য পদ নিশ্চিত করা হয়েছে। যা সিজেএ ইন্টারন্যাশনাল কমিটি অনুমোদন দিয়েছে।
সিএনবিএন/সিটিজি/এলসি