করোনার টিকা নিলেন খালেদা জিয়া

0
13

করোনা মুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসকদের পরীক্ষা শেষে সোমবার (১৯ জুলাই) টিকা নেন তিনি। 

রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিকেল ৪টার দিকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে বসেই মডার্নার টিকা নেন খালেদা জিয়া। টিকা নেওয়ার পড়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

এর আগে গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। ৯ দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে এসএমএস দেওয়া হয়।