আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বের বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন এখনই করা ঠিক হবে না বলে সংস্থাটি সতর্ক করেছে। সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন গতকাল সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ভালো-মন্দ দিক নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। তাই এ ধরনের সিদ্ধান্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে। এটা বিশৃংখলারও সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, থাইল্যান্ড দুই টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরই এই সতর্কবার্তা দিল ডবিøউএইচও। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস আদহানোম গেব্রেসিয়াস বলেছেন, কিছু দেশ টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। এটা ঠিক নয়। কারণ এখনও বহু দেশ টিকাই পাচ্ছে না। সেখানে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলছে। -রয়টার্স ও আলজাজিরা