করোনার দুঃসময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা টিকা নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ আগস্ট) সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায়, এ আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, একের পর এক সংসদ সদস্যকে হারানো হৃদয়বিদারক।
তিনি আরও বলেন, এই সংসদে আমরা এতজন সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
মাসুদা এম রাশেদ চৌধুরির বহুমুখী প্রতিভা, নারী সমাজের জন্য প্রেরণা হয়ে থাকবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বলেন, আজকে আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।
পরে সংসদ সদস্যের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী, মঙ্গলবারের অধিবেশনের সব কার্যক্রম স্থগিত করা হয়।