করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪

0
211

২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এদের মধ্যে ১ জন সাতকানিয়া উপজেলার, ২ জন নগরের কাট্টলি এলাকার এবং ১ জন পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা।

php glass

নমুনা পরীক্ষা শুরুর পর থেকে গত ২৫ দিনে এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো।

ksrm

রোববার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন চট্টগ্রাম জেলার, ৫ জন অন্যান্য জেলার বাসিন্দা এবং অন্যজন পুরনো রোগী।