করোনা রোগীদের জন্য সুখবর দিল নতুন গবেষণা

0
189

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সুখবর দিল নতুন একটি গবেষণা। সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, যেসব ওষুধে রক্ত পাতলা হয়ে যায় সেগুলো করোনা রোগীদের প্রাণ বাঁচাতে পারে।

কোভিড-১৯য়ে আক্রান্ত রোগীদের ফুসফুসে মারাত্মকভাবে রক্ত জমাট বাঁধার কারণেই অধিকাংশ রোগীর মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ নিয়ে গবেষণা করতে গিয়ে এমন তথ্য উদঘাটন করেছেন লন্ডনের বিশেষজ্ঞরা।

এসব রোগীদের ক্ষেত্রে যদি রক্ত পাতলাকারী ওষুধ ব্যবহার করা যায় তবে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, এ বিষয়ে হাসপাতালগুলোকে নতুন করে নির্দেশনা দেওয়া হবে। যাদের অবস্থা খুবই জটিল তাদের ক্ষেত্রে এ ধরনের ওষুধ প্রয়োগের নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

covid-2

কোভিড-১৯ এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন রয়্যাল ব্রুম্পটন হসপিটালের একদল বিশেষজ্ঞ।

তারা উচ্চতর প্রযুক্তির ক্যাট স্ক্যান ব্যবহার করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রোগীদের ফুসফুসের ছবি বিশ্লেষণ করে দেখেছেন। ছবিতে দেখা গেছে, এসব রোগীদের ফুসফুসে রক্ত প্রবাহ অনেক কম। এমনকি ফুসফুসের ছোট ছোট অংশ রক্ত জমাট বেঁধে থাকে।

সানডে টেলিগ্রাফকে বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, এ থেকেই সহজে ব্যাখ্যা করা যায় যে, কিছু রোগী কেন রক্তে অক্সিজেনের অভাবে লাঙ্গস ফেইলারে মারা যায়।

অধিকাংশ কোভিড রোগীই অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা যান। এদিকে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ওপেনসো বলেছেন, আমরা এর আগে অনেক ভাইরাসের ক্ষেত্রেই রক্ত জমাট বাঁধার এমন ঘটনা দেখিনি।

তবে রয়্যাল ব্রুম্পটনের চিকিৎসকরা বলছেন, রক্ত পাতলাকারী ওষুধ রোগীদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।