বোয়ালখালী করেসপন্ডেন্ট :: বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সোলায়মানের পোস্টার ব্যানার ছিড়ে ফেলে সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের বিরুদ্ধে।
সোলায়মানের পরিবারের পক্ষে নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সাকিব জানান, পশ্চিম গোমদন্ডী ৭ নং ওয়ার্ডের আওতাধীন মনুপাড়ায় সাঁটানো প্রায় অর্ধ শতাধিক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক প্রার্থীর কর্মীরা। পরবর্তীতে সোলায়মানের সমর্থকরা প্রতিবাদ করতে গেলে অপর প্রার্থীর কর্মী সমর্থকরা তাদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
সাকিব বলেন, এব্যাপারে আমরা বোয়ালখালী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।