রিপন মারমা কাপ্তাই
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড়ের গভীর অরণ্যে আবারো একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ।
রবিবার (২৪ ডিসেম্বর)সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খান এর নির্দেশে ১১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যেরওজন প্রায় সাড়ে বিশ কেজি অজগর সাপটিকে অবমুক্ত করা হয়েছে হবে জানান,বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান।
ব্যাঙছড়ি বিট কর্মকর্তা মহি উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি সদর জীবতলি আর্মি ক্যাম্প হতে পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান
এর নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ আওতায় নিয়ে আসে। পরে বনবিভাগের কর্মকর্তারা উপস্থিতিতে রাম পাহাড় গভীর অরণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়।
এসময় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মী ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪/১২/২৩