রিপন মারমা রাঙ্গামাটি
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাঁশকেন্দ্র এলাকায় শনিবার (১১ মার্চ) বিকালে সাড়ে ৩ টায় কাপ্তাই হ্রদের পানি থেকে মোঃ জামাল উদ্দীন (৬২) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাপ্তাই নতুন বাজার এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর বলে জানা গেছে।
স্থানীয় কাপ্তাই ইউপি সদস্য মোহাম্মদ মুজিব জানান ,গত শুক্রবার থেকে মোঃ জামাল উদ্দীন নামের ওই ব্যাক্তি নিজ বাড়ি থেকে রাত সাড়ে ৭ টা দিকে বের হয়ে চলে যায়।এরপর রাতের পরিবার ও স্থানীয়রা অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি তবে আজ শনিবার সকাল হলে তার পায়ের জুতা কাপ্তাই হ্রদের কুল ঘেঁষে পাওয়া যায়।
এরপর এলাকার স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস’কে খবর দেন।কাপ্তাই ফায়ার সার্ভিস ও স্থানীয় সহযোগিতা হ্রদের পানিতে জাল দিয়ে তল্লাশী করে মরদেহটি উদ্ধার করেছে।
এদিকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামী ১২ রবিবার সকাল মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।