কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৩

0
23

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ভয়বহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহতের খবর জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে।

তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া আফগানরা সেখানে অবস্থান করছেন।