করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে বছরব্যাপী দীর্ঘ লকডাউনে কর্মহীন আয়-রোজগার কমে যাওয়া কর্মজীবী-শ্রমজীবী নিম্নআয়ের ঘরমুখী যাত্রীসাধারণের কাছ থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে।
‘এছাড়াও এসব পরিবহনে গাদাগাদি করে যাতায়াতের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে।’
এসব অনিয়ম ও জুলুম বন্ধে সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। একইসঙ্গে যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণে মনিটরিং কার্যক্রম জোরদার করা, সড়ক দুর্ঘটনা যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে।