কালুরঘাটে ফেরি বিপর্যয়, রেল সেতুতে আটকে শত শত ছোট-গাড়ী ডুব ও যাত্রীবহরের প্রাণ রক্ষা

0
55

খোরশেদুল আলম , বোয়ালখালীঃ
কালুরঘাটে কর্ণফুলি নদীতে চলাচল রত ফেরি বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে বোয়ালখালী অংশে এঘটনা ঘটে। বিপর্যয়স্থ ফেরি নং -০৪৪ টি ভারী ট্রাক, প্রায় অর্ধশতাধিক ছোট বড় গাড়ী ও শত শত যাত্রী নিয়ে ফেরিটি গতি হারিয়ে কালুরঘাট রেল সেতুতে আটকে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায়। প্রত্যক্ষদর্শী এস এম জিহাদ বাবলুর দেয়া তথ্যে জানা যায় এতথ্য। এ রিপোর্ট লেখাকালীন সময়ে অপর আরেকটি ফেরি এসে এ ফেরিটি উদ্ধারের কাজ চলছে।
প্রকৃত ঘটনা জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে প্রাথমিকভাবে জানা যায় ফেরিতে জ্বালানী শেষ হওয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে জোয়ারের পানিতে ভেসে ঘাটে পৌঁছার আগে ফেরিটি গতি হারিয়ে কালুরঘাট রেল সেতুতে আটকে যায়।